আমির-সালমানের উচ্চতা নিয়ে কটাক্ষ করলেন হৃতিক!

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৭ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউড অভিনেতা হৃতিক রোশানের একটি পুরোনো মন্তব্য নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছেজনপ্রিয় টক শোকফি উইথ করণ’-এর একটি ভাইরাল অংশে আমির খানসালমান খানের উচ্চতা নিয়ে করা তার রসিকতাপূর্ণ মন্তব্য এখন আলোচনার কেন্দ্রে।

আরও পড়ুন: ‘বৌদি’ শব্দটি এখন অশ্লীল ইঙ্গিত দিয়ে ব্যবহার করা হয়: স্বস্তিকা

২০০৪ সালে শুরু হওয়া এই শো-এর দ্বিতীয় সিজনে হৃতিক রোশান ও প্রিয়াঙ্কা চোপড়া অতিথি ছিলেন। সেই পর্বের একটি ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে করণ জোহরের প্রশ্নে হৃতিক বলেনদু’জনেরই তো একই উচ্চতা, যে কোনো একজন।”

আরও পড়ুন: প্রকাশ্যে এলো ক্যাটরিনার বেবি বাম্পের ছবি !

অপ্রত্যাশিত এ উত্তরে প্রিয়াঙ্কা চোপড়া হেসে ফেলেন এবং করণও কিছুক্ষণের জন্য থমকে যান। যদিও সেই সময়ে বিষয়টি হালকা রসিকতা হিসেবেই ধরা হয়েছিল, তবে বর্তমানে নেটিজেনরা একে কটাক্ষ হিসেবে দেখছেন।

অনেকে মন্তব্য করছেন, এমন ব্যক্তিগত মন্তব্য জনপ্রিয় মঞ্চে করা শোভনীয় নয়। একজন নেটিজেন লিখেছেন, “হৃতিক হয়তো মজা করেছেন, কিন্তু জনসমক্ষে অন্য তারকাদের নিয়ে এভাবে খোঁচা দেওয়া উচিত হয়নি।”