যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুরে ইয়াবা ও বিদেশি মদসহ আটক ৮

Sadek Ali
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:১০ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও মতসহ আটজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সদর আর্মি ক্যাম্পের অপারেশনের অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান জানান,গত ৪ সেপ্টেম্বর  হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে অদ্য ১৬ সেপ্টেম্বর রাত পৌনে দশটায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী এমরান (৩৯), বাদল (৪৩), দেলোয়ার (৪০), মাহবুল (৪৪), জাফর (৩৫) এবং মোঃ দুলাল (৩৭)'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে অপর এক অভিযানেচাঁদপুর সদর উপজেলার সিটিবাইপাস রোড এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. সিয়াম (২২) এবং সানজিদ (২৩)'কে ৫ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।