স্বাধীনতা প্রশ্নে ভিন্নমতকারীরাও এখন বিএনপির সমালোচনা করছে: মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:৪৪ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, বরং লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছে। যাদের সদ্যজন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল, তারাও এখন বিএনপির সমালোচনা করে, মন্তব্য করেন তিনি।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ

মির্জা ফখরুল বলেন,

* বিএনপি কোনোদিন মাথা নত করেনি, তাই দল ও কর্মীদের ভয়ের কিছু নেই।

আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের

* জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান।

* বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ দেওয়া হলেও দেশের উন্নতিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দলটি।

* ফিনিক্স পাখির মতো বিএনপিকে ধ্বংসের চেষ্টা হয়েছে বহুবার, কিন্তু কেউ ভাঙতে পারেনি। গুম-খুনের মাধ্যমে যারা দমন করতে চেয়েছিল, তারাই দেশ ছেড়ে পালিয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিকেলে সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন।