পুলিশের অভিযানে জেনেভা ক্যাম্প থেকে বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

ছবিঃ সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এ অভিযানে বিপুল সংখ্যক ককটেল, পেট্রোল বোমা, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল চারটা থেকে অভিযান শুরু করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান।
আরও পড়ুন: টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা
তিনি বলেন, “জেনেভা ক্যাম্পে আমাদের বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ২৯ জনকে আটক করা হয়েছে। পেট্রোল বোমা ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে, তারা এসে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করবে।”
অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান উপপুলিশ কমিশনার।