বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথ গ্রহণ
বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার ডেপুটি সেক্রেটারি অব স্টেট মাইকেল আর. ম্যাকফল ব্রেন্ট ক্রিস্টেনসেনকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘আমি বাংলাদেশে ফিরে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। এটি এমন একটি দেশ, যেটিকে আমি ভালোভাবে জানি। আমি ঢাকায় মার্কিন দূতাবাসের একটি শক্তিশালী দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত। আমাদের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করা, প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা এগিয়ে নেওয়া এবং প্রতিদিন নিরলস পরিশ্রম করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধিশালী করা।’
আরও পড়ুন: ঢাকায় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা
মার্কিন পররাষ্ট্র দপ্তর সূত্র জানায়, নতুন এই রাষ্ট্রদূত আগামী ১২ জানুয়ারি ঢাকায় মার্কিন দূতাবাসে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক, কূটনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবেন।





