সাতরাস্তা অবরোধে স্থবির রাজধানীর যান চলাচল
রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় সাত দফা দাবিতে সড়ক অবরোধ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে, ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও সাধারণ যাত্রীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার পর থেকে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে।
আরও পড়ুন: বসুন্ধরার ৩০০ ফিট সড়ক জনসমুদ্রে পরিণত
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—
* জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল
আরও পড়ুন: মধুর ক্যান্টিনে হঠাৎ ভাঙচুর, অজ্ঞাত যুবক আটক
* এ পদে পদোন্নতি সংক্রান্ত আদালতের রায় বাতিল
* ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন
* ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং নিয়োগবিধি সংশোধন।
এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরেও একই দাবিতে সাতরাস্তা মোড়ে বিক্ষোভ করে তারা। তবে প্রায় আধঘণ্টা অবস্থান করার পর আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়।





