হার্ট অ্যাটাকের সতর্ক সংকেত: কোন ৫টি লক্ষণ অবহেলা করা যাবে না

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:২৬ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হৃদরোগ ও রক্ত সঞ্চালনজনিত সমস্যায় আক্রান্ত হন। বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলো চিনতে পারলে জীবন বাঁচানো সম্ভব। তাই হার্টের সূক্ষ্ম সংকেতগুলোকে অবহেলা না করাই বুদ্ধিমানের কাজ। চলুন জেনে নেওয়া যাক হার্ট অ্যাটাক বা হৃদরোগের যেসব লক্ষণকে গুরুত্ব সহকারে দেখা উচিত—

১. ক্রমাগত কাশি

আরও পড়ুন: দেশজুড়ে ‘মৌসুমী পিঠার দোকান’ জমে উঠেছে

হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে সাদা বা গোলাপি শ্লেষ্মাসহ দীর্ঘস্থায়ী কাশি হার্ট ফেইলিউরের ইঙ্গিত হতে পারে।

২. বুকে অস্বস্তি

আরও পড়ুন: শীতের শুরুতেই খুশকির সমস্যা: ভেঙে নাও ভুল ধারণা ও জানো সঠিক কারণ

চাপ লাগা, টানটান ভাব, জ্বালা বা ভারী অনুভূতি হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণ। তবে সবাই বুকে ব্যথা অনুভব করেন না, বিশেষত নারীদের ক্ষেত্রে।

৩. বমি বমি ভাব বা বদহজম

হার্টের সমস্যায় কখনও পেটে ব্যথা, বমি বা বদহজমের মতো উপসর্গ দেখা দিতে পারে, যা অনেক সময় বুকের অস্বস্তির সঙ্গে মিলে যায়।

৪. বাহুতে ব্যথা ছড়িয়ে পড়া

বুকে শুরু হওয়া ব্যথা যদি বাম বাহুতে ছড়িয়ে পড়ে, তবে এটি হার্ট অ্যাটাকের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

৫. অনিয়মিত হৃদস্পন্দন

হঠাৎ কারণ ছাড়াই হৃদস্পন্দনের অস্বাভাবিক গতি দেখা দিলে তা অ্যারিথমিয়ার লক্ষণ হতে পারে, যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞরা বলছেন, এসব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।