আজ বিশ্ব ‘স্ত্রীর প্রশংসা দিবস’

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫২ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে স্ত্রীর প্রশংসা দিবস। স্বামীদের সারাবছরের কৃপণতা থাকলেও আজকের দিনটি বরাদ্দ শুধুমাত্র স্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দেওয়ার জন্য। ২০০৬ সাল থেকে দিবসটি পালন শুরু হয়। প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার এই দিবস উদযাপিত হয়। দিবসটির মূল উদ্দেশ্য হলো সংসারে স্ত্রীদের কাজের মূল্যায়ন, সম্মান জানানো এবং স্বামীর ভালোবাসা প্রকাশ করা।

নারীদের সম্মানে বিশ্ব নারী দিবস, মা দিবস পালিত হলেও স্ত্রীদের কাজের স্বীকৃতির জন্য এই বিশেষ দিন পালনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন আয়োজকরা।

আরও পড়ুন: হার্ট অ্যাটাকের সতর্ক সংকেত: কোন ৫টি লক্ষণ অবহেলা করা যাবে না

বিশেষজ্ঞরা মনে করেন, সংসারে সুখ বজায় রাখতে স্বামীদের উচিত স্ত্রীর কাজ ও প্রচেষ্টার প্রশংসা করা। সামান্য প্রশংসাই নারীর মনে আনন্দ আনে, যা দাম্পত্য সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলে।

এই দিনে স্বামীরা স্ত্রীকে ফুল উপহার দিতে পারেন, ভালোবাসায় ভরা বার্তা পাঠাতে পারেন কিংবা সামাজিক মাধ্যমে প্রশংসাসূচক পোস্ট লিখে স্ত্রীকে খুশি করতে পারেন।

আরও পড়ুন: সকালের নাশতায় বাদাম খাওয়ার ৫টি অবিশ্বাস্য উপকারিতা