পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মানববন্ধন

পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বেড়া উপজেলার বিক্ষুব্ধ এলাকাবাসী।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বেড়া উপজেলার কয়েকশ’ মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
এ সময় সীমানা পুনর্বহালের দাবিতে স্লোগান দেন তারা। পরে জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তার নিকট স্মারকলিপি দেন।
আন্দোলনকারীরা জানান, সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক নিয়ে পাবনা-১ আসন ছিল। সম্প্রতি আসনটি ভেঙে ৩ লাখ ২৩ হাজার ভোটারের সাঁথিয়া উপজেলাকে আলাদা করে পাবনা-১ এবং বেড়া উপজেলাকে পার্শ্ববর্তী পাবনা-২ আসনে সুজানগর উপজেলার সাথে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। এ সিদ্ধান্ত পুনঃবিবেচনার শান্তিপূর্ণ দাবিতে সাড়া না মেলায় আন্দোলনে নেমেছেন বেড়ার মানুষ। নতুন সংসদীয় সীমানার প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন সংগ্রাম পরিষদের নেতারা।
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা
এ সময় উপস্থিত ছিলেন, বেড়া পৌর বিএনপির সভাপতি ও সংগ্রাম কমিটির সভাপতি ফজলুর রহমান ফকির, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকসেদ আলী, যুগ্ম সম্পাদক মইনুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন খাজা, বেড়া পৌর যুবদলের আহ্বায়ক নয়ন আলী প্রমুখ।
বিক্ষোভকারীরা বেলা ১২টা থেকে দুপুর একটা পর্যন্ত এই বিক্ষোভ মানববন্ধন করে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। পরে একটি প্রতিনিধি দল জেলা নির্বাচন কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।
বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, একটি রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে বেড়া থেকে সাঁথিয়াকে আলাদা করা হয়েছে। নির্বাচন কমিশন এলাকার ভৌগোলিক বিষয়ে না দেখে, না বুঝে একটি সিদ্ধান্ত দিয়েছে। বেড়া-সাঁথিয়া ভাই ভাই। স্বাধীনতার পর থেকে সকল নির্বাচন একসাথেই হয়ে আসছে। সামাজিকতা, ব্যবসা, রাজনীতি সবকিছুই আমাদের এক। তবে আসন বিন্যাস কেন আলাদা হবে? আমরা এই অন্যায় আসন বিন্যাস মানি না। যতক্ষণ পর্যন্ত পূর্বের ন্যায় আসন ঠিক না হবে আমরা আন্দোলন চালিয়ে যাবো।