যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় ভয়াবহ এসি বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।
আরও পড়ুন: আগস্টে ৪৫১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৮ জন
ঘটনার পরপরই তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা ধারণা করছেন, এসির গ্যাস লিকেজ বা বিদ্যুৎজনিত শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত্যু বেড়ে ৫
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।