কারাগারসমূহে মাদক বিরোধী মাসের অভিযান চলছে

বর্তমানে মাদক সমাজে ভয়াবহ রূপ নিয়েছে। এর ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ কারা অধিদপ্তর মাসব্যাপী মাদকবিরোধী কর্মসূচি পালন করছে।
‘সেপ্টেম্বর/২০২৫ মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ মাস’ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা কারাগারে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ জেল মাদকদ্রব্য বিরোধী কমিটি “জেল ইনমেটস অ্যাওয়ারনেস অন ড্রাগ এবিউজ” নীতি গ্রহণ করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে কারা প্রশাসন, জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় নানা ধরনের প্রচারণা, সচেতনতামূলক সভা, আলোচনাসভা ও বিশেষ কার্যক্রম চালানো হচ্ছে।
আরও পড়ুন: ইন্দো প্যাসিফিক আর্মি চিফ সম্মেলনে যোগ দিতে সেনাপ্রধানের মালয়েশিয়া গমন
এছাড়া, বন্দিদের পুনর্বাসনের লক্ষ্যে কারাগারে মাদকবিরোধী টেস্ট, কাউন্সেলিং ও প্রশিক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছে। এতে বন্দিরা তাদের জীবনে নতুন করে পথ চলার অনুপ্রেরণা পাচ্ছেন। কারা মহাপরিদপ্তর জানিয়েছে, সমাজের বিপথগামী মানুষদের সংশোধন করে দেশের উন্নয়নে সম্পৃক্ত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংযুক্ত তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন জেলা কারাগারে বন্দিদের পুনর্বাসন, সচেতনতা এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রয়েছে।