নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:০৯ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বাড্ডায় গুলিবর্ষণের একটি ঘটনা ঘটলেও তা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ‘ভুল ব্যাখ্যা’ উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গুলিবর্ষণটি একটি আবাসন কোম্পানির অফিস ঘিরে ঘটেছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হয় যে উত্তর বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী ক্যাম্পে গুলি চালানো হয়েছে। এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়।

আরও পড়ুন: বিএনপি নেতার মৃত্যু নিয়ে সেনাবাহিনীর ব্যাখ্যা

পরিস্থিতি স্পষ্ট করতে বিকেল পাঁচটার দিকে এনসিপি হোয়াটসঅ্যাপে একটি বিবৃতি দেয়। এতে বলা হয়, “বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশেই গতকাল গুলির ঘটনা ঘটেছে। তবে এটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। ঘটনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে আমাদের মনে হচ্ছে।” বার্তাটি পাঠান এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম।

এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে উত্তর বাড্ডায় একটি আবাসন কোম্পানির কার্যালয়কে লক্ষ্য করে দুই রাউন্ড গুলির ঘটনা ঘটে।

আরও পড়ুন: ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: ডিআইজি ঢাকা রেঞ্জ

তিনি আরও বলেন, “যেখানে গুলির ঘটনা ঘটেছে সেখানে গত নভেম্বর পর্যন্ত এনসিপির একটি কার্যালয় ছিল। তবে পার্টি তাদের অফিসটি আফতাবনগরে স্থানান্তর করেছে। সুতরাং এটি বলা যাবে না যে এনসিপির কার্যালয় বা নাহিদ ইসলামের অফিসকে লক্ষ্য করে হামলা হয়েছে। ঘটনাস্থলে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়েছিল।”

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে কাজ করা হচ্ছে।