বর্তমান প্রশাসন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সক্ষম: মন্ত্রিপরিষদ সচিব

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ২:৩৩ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বর্তমান প্রশাসনের ওপর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার সক্ষমতার প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানান, কোথাও কোনো বিচ্যুতি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বিষয়ে প্রশ্নের জবাবে সচিব বলেন, “আমি তো এখনো আশাবাদী। করা যাবে, ইনশাআল্লাহ।”

জানা গেছে, সাংবাদিকরা সচিবের কাছে জানতে চেয়েছিলেন, তফশিল ঘোষণার আগে নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের (ডিসি) অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে শেখ আব্দুর রশীদ বলেন, “অভিজ্ঞতা তো সবাই সঙ্গে নিয়ে আসে না। অভিজ্ঞতা তৈরি হয়, পরিস্থিতিতে পড়লে তৈরি হয়। তারা সঠিক পথে চলবেন এবং সফল হবেন—এটি নিশ্চিত করতে পারলে, তারা ১০০ ভাগ সফল হবেন, ইনশাআল্লাহ।”

আরও পড়ুন: শিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, সৃজনশীল মানুষ গড়ে তোলা: প্রধান উপদেষ্টা

সচিব আরও বলেন, আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই, তাহলে সেভাবে ব্যবস্থা নেব। ঢালাওভাবে কিছু নয়। আমরা সাধারণভাবে মনে করছি মাঠ প্রশাসন প্রস্তুত ও যোগ্য। যদি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আসে, আমরা তাৎক্ষণিকভাবে বিবেচনা করব।