ইরানে অস্থিরতা: ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫০ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের চলমান অস্থিরতা ও সম্ভাব্য সংঘাতের কারণে ভারত সরকার তার নাগরিকদের তৎক্ষণাৎ দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি বিবৃতিতে এই তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবর্তনশীল পরিস্থিতি’ বিবেচনা করে ভারতীয়দের উচ্চ সতর্কতা অবলম্বন এবং যেখানে বিক্ষোভ বা আন্দোলন হচ্ছে, সেই এলাকাগুলো এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করল ইরান, হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা আঘাত

এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াও তাদের নাগরিকদের জন্য অনুরূপ সতর্কতা জারি করেছিল।

একই সময় কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদ থেকে কিছু সেনাসদস্যকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যার মধ্যেই নির্দিষ্ট সংখ্যক কর্মকর্তাকে অবস্থান পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও মার্কিন দূতাবাস এটি ‘কৌশলগত অবস্থান পরিবর্তন’ বলে দাবি করছে, সামরিক বিশেষজ্ঞরা এটিকে ইরানের ওপর সম্ভাব্য হামলার আগে বড় ধরনের রণপ্রস্তুতির অংশ হিসেবে দেখছেন।

আরও পড়ুন: ইরানে যে কোনো সময় হামলা করবে যুক্তরাষ্ট্র

গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে শুরু হওয়া অর্থনৈতিক বিক্ষোভ এখন সহিংসতায় রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই আন্দোলনে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশেষ করে আল-উদেইদ ঘাঁটিতে ১০ হাজার সেনার অবস্থান থাকার কারণে, কোনো সংঘাতময় পরিস্থিতিতে এটি ইরানের প্রধান লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।