মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:১৩ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে জেলার বদলগাছী উপজেলায় তাপমাত্রা নেমে আসে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশব্যাপী এ দিনের সর্বনিম্ন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকালে দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছীতে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটি শুধু আজকের নয়, চলতি শীত মৌসুমেরও সর্বনিম্ন।

আরও পড়ুন: তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, পঞ্চগড়ে জেঁকে বসেছে শৈত্যপ্রবাহ

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যে দেখা গেছে, সকাল ৯টা পর্যন্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার সেখানে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি। মাত্র একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে চার ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় উত্তরের হিমেল বাতাসের প্রভাব বেড়েছে। ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক, দিনের বড় সময় সূর্যের দেখা মিলছে না। কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

আরও পড়ুন: আদালতের এজলাস থেকে নথি চুরি, আটক ১

শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শহরের বরুণকান্দি এলাকার রিকশাচালক দবিরুল ইসলাম বলেন, গত দুই দিন ধরে শীত অনেক বেড়েছে। ঠান্ডার কারণে মানুষ কম বের হওয়ায় আগের মতো যাত্রীও পাওয়া যাচ্ছে না। শীতের কষ্ট সহ্য করেই জীবিকার তাগিদে রিকশা চালাতে হচ্ছে।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক মোহাম্মদ হামিদুল হক জানান, ৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ মৌসুমে জেলার সর্বনিম্ন। আকাশে মেঘ ও বাতাস থাকায় শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। সে হিসাবে নওগাঁর বদলগাছী বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহের কবলে রয়েছে।