অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা
রাজধানীর উত্তরায় অবৈধ গ্যাস সংযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার রাকিবুল হাসান শান্ত। বর্তমানে তিনি উত্তরা ৬ নম্বর সেক্টরের কুয়েত বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ছেন।
জানা গেছে, উত্তরা জমজম টাওয়ারের বিপরীতে অবস্থিত ‘মুসলিম রেষ্টুরেন্ট এন্ড মিনি চাইনিজে দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছেন মালিক আওয়ামী লীগ নেতা খোকন ।
আরও পড়ুন: নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে ফার্মগেট ছাড়লেন শিক্ষার্থীরা
এ বিষয়ে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই ঘটনার তথ্য ও ভিডিও চিত্র সংগ্রহ করতে যান সাংবাদিক রাকিবুল হাসান শান্ত সহ আরো কয়েকজন। এ সময় হোটেল মালিকের বক্তব্য নিয়ে তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে হোটেলের বাইরে রাস্তায় হোটেল মালিক ও তার একদল কর্মচারী সংবাদকর্মী শান্তর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সাংবাদিক শান্তর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম প্রাপ্ত হন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশের সহায়তায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুয়েত বাংলাদেশ চীন মৈত্রী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।
আরও পড়ুন: পাঁচ স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী
অভিযোগ উঠেছে, মুসলিম হোটেলের মালিক খোকন দীর্ঘদিন ধরে নিজেকে আওয়ামী লীগ নেতা এবং প্রভাবশালী সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে । তিনি আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই কোনো কিছুর তোয়াক্কা না করে গত ৮ বছর যাবত সরকারি সম্পদ গ্যাস চুরি করে ব্যবসা পরিচালনা করছেন। এমনকি সংবাদকর্মীরা এই বিষয়ে প্রশ্ন তুললে তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হতো বলে স্থানীয় সাংবাদিকগণ জানিয়েছেন।
স্থানীয়রা জানান, সারাদেশে গ্যাস সংকট থাকলেও মুসলিম হোটেলে অবৈধ ভাবে দিনে রাতে গ্যাস জ্বলছে। তারা তিতাস গ্যাস কোম্পানীর প্রভাবশালীদের ম্যানেজ করে অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস চুরি করে ব্যবহার করছে। তারা মুসলিম রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ তাদের কার্যক্রম বন্ধের দাবি জানান।
তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এস আই সজিব গত মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ বলেন, ভিকটিমের চিকিৎসা চলছে। পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিবো





