নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে ফার্মগেট ছাড়লেন শিক্ষার্থীরা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:২০ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবিতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধের পর রাজধানীর ফার্মগেট থেকে সরে গেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। অবরোধ শেষে তারা নতুন কর্মসূচি হিসেবে আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তেজগাঁও থানা ঘেরাওয়ের ঘোষণা দেন।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়কের অবরোধ তুলে নেন। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে তারা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ শুরু করেন। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় ফার্মগেট এবং আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হয়।

আরও পড়ুন: পাঁচ স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

অবরোধ শেষে কলেজের শিক্ষার্থী আবদুর রহমান রাফি নতুন কর্মসূচি ঘোষণা করে বলেন, “সহপাঠী সাকিবুল হাসান রানাকে হত্যার ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। এ দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় তেজগাঁও থানা ঘেরাও কর্মসূচি পালিত হবে।”

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। পরে তার মৃত্যু হয়। ঘটনাটির বিচার দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার সড়কে আন্দোলন করেছে।

আরও পড়ুন: অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহকালে উত্তরায় সাংবাদিকের ওপর হামলা