বিশ্বকাপে না গেলে বোর্ডের ক্ষতি নেই, ক্রিকেটাররা ফি পাবেন না: নাজমুল ইসলাম
টি-২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল যদি ভারতে না যায়, তবে ক্রিকেট বোর্ডের কোনো আর্থিক ক্ষতি হবে না বলে জানিয়েছেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। তবে ক্রিকেটাররা খেলতে না গেলে তাদের ম্যাচ ফি ও পারফরম্যান্স বোনাস থেকে বঞ্চিত হবেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, “বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটাররা খেললে প্রতি ম্যাচের জন্য ফি পান। অংশগ্রহণ ফি, ‘ম্যান অফ দ্য ম্যাচ’ বা বিশেষ পারফরম্যান্সের জন্য আইসিসি পুরস্কারও পান। বাংলাদেশ খেলুক বা না খেলুক, বিশ্বকাপে বোর্ডের লাভ-ক্ষতির কোনো বিষয় নেই।”
আরও পড়ুন: নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএল বয়কটের হুঁশিয়ারি ক্রিকেটারদের
ক্রিকেটারদের ক্ষতিপূরণ প্রসঙ্গে নাজমুল বলেন, “খারাপ খেললে তো টাকা কাটা হয় না। তাহলে ক্ষতিপূরণের প্রশ্ন কেন? ওরা খেলতে গিয়ে কিছুই না করলে, আমরা যে কোটি টাকা খরচ করছি, আমরা কি টাকা ফেরত চাই?” তিনি আরও বলেন, “ক্রিকেট বোর্ড শরীর এবং ক্রিকেটাররা হাত। ধরুন বোর্ড না থাকে, তাহলে ক্রিকেটাররা কীভাবে থাকবে? শরীর না থাকলে হাতের কাজও হয় না।”
তিনি আরও জানান, বিসিবি বিশ্বকাপে দল পাঠাতে মুখিয়ে আছে, শুধু খেলার পরিবেশ চাই। “আমাদের বোর্ড কখনো বলেনি আমরা বিশ্বকাপ খেলবো না। বিশ্বকাপ খেলতে আমরা মুখিয়ে আছি। আমাদের শুধু পরিবেশটা নিশ্চিত করতে হবে, যা ভারতে সম্ভব নয়।”
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে পৌঁছেছে, ফুটবলপ্রেমীদের উৎসব শুরু
বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী নাজমুল জানান, আইসিসি থেকে বছরে ২০.৪ মিলিয়ন ডলার ফান্ড পায় বিসিবি। বাংলাদেশ যদি বিশ্বকাপে না যায়, তবুও ২০২৭ সাল পর্যন্ত আইসিসি থেকে রেভিনিউ পাওয়ার ক্ষেত্রে বোর্ডের কোনো সমস্যা হবে না। তবে পরবর্তী বিশ্বকাপ, দ্বিপাক্ষিক সিরিজ বা অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্ট মিস করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে।





