ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে পৌঁছেছে, ফুটবলপ্রেমীদের উৎসব শুরু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৪১ পূর্বাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় ফিফা বিশ্বকাপ ট্রফি। এটি বাংলাদেশের জন্য ফিফার ট্রফি ভ্রমণের চতুর্থবারের মতো সফর।

উপস্থিত ছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা, যিনি ফিফার পক্ষ থেকে ট্রফি বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

আগামী ১১ জুন মেক্সিকো থেকে শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপে প্রথমবার ৪৮টি দল অংশগ্রহণ করবে। বিশ্বকাপের আনন্দোৎসব শুরুর আগেই ফিফার ঐতিহ্যবাহী ট্রফি দেশের ভক্তদের কাছে সরাসরি প্রদর্শন করা হচ্ছে।

বিমানবন্দরে ট্রফি বরণ অনুষ্ঠানের পর ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে দুপুর ২:৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শকরা ট্রফি দেখতে এবং ছবি তুলতে পারবেন। কোকাকোলা স্পন্সরশিপে আয়োজিত এই অনুষ্ঠানে কোকাকোলার ক্যাম্পেইনের নির্বাচিত অংশগ্রহণকারীরাই ট্রফি স্পর্শ করতে পারবেন। অংশগ্রহণকারীদের বৈধ টিকিট প্রিন্ট বা স্ক্রিনশট এবং কোকা কোলার ক্যাপ দেখাতে হবে।

আরও পড়ুন: ফরাসি কাপের শেষ ৩২ থেকেই ছিটকে গেল পিএসজি

দর্শকদের জন্য কিছু নিয়ম-শর্তও জারি করা হয়েছে। ট্রফি স্পর্শ করা, বড় ব্যাকপ্যাক বহন, ধূমপান, টিকিটের হস্তান্তর, কোনো দেশের পতাকা আনা, এবং ধারালো বা নিষিদ্ধ সামগ্রী আনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

বিশ্বকাপ ট্রফির এই সফর দেশের ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে, যা আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।