মা’কে গলাটিপে হত্যা, ছেলে আটক
নরসিংদী সদর উপজেলা নজরপুরে বৃদ্ধা মা'কে গলাটিপে হত্যা করেছে মোশারফ হোসেন নামে তারই আপন সন্তান। এ ঘটনায় ছেলেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) নরসিংদী।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: র্যাবের হাতে ধরা পড়ল আলোচিত সন্ত্রাসী হেলাল, উদ্ধার অস্ত্র ও নগদ অর্থ
নিহত বৃদ্ধা জামিলা খাতুন (৬২), মৃত ইউসুফ মিয়ার স্ত্রী। আটককৃত মোশারফ হোসেন (৪৪) মৃত ইউসুফ মিয়ার ছেলে এবং সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দড়িনবীপুর গ্রামের বাসিন্দা।
র্যাব কমান্ডার আরিফুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মা-ছেলের মাঝে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১২ জানুয়ারি, সোমবার রাত ৯টায় পায়েস খাওয়ার কথা বলে মা'কে নিজ ঘরে নিয়ে আসে মোশারফ। একপর্যায়ে সে তার মা'কে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। পরে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার দুপুরে তাকে আটক করতে সক্ষম হয়।
আরও পড়ুন: গণতন্ত্র সুসংহত করতে গণভোট জরুরি, রূপগঞ্জে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
এ বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।





