নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ মির্জা ফখরুলের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচনের প্রাক্কালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা হুমকির মুখে পড়ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। অথচ বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সন্তোষজনক নয়। বিশেষ করে বিএনপির একাধিক নেতাকর্মী হত্যার শিকার হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

তিনি আরও বলেন, এসব ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানিয়েছে, তবে শুধু নিন্দায় দায়িত্ব শেষ হয় না। সরকারকে আরও দায়িত্বশীল ও সক্রিয় হতে হবে, যাতে নির্বাচনের সময় এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি না ঘটে।

তারেক রহমানের সাম্প্রতিক সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি মূলত একটি ব্যক্তিগত সফর। তিনি নিজ জেলা বগুড়ায় যাবেন, রংপুরে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন, এরপর দিনাজপুরে নানীর কবর জিয়ারত এবং ঠাকুরগাঁওয়ে কয়েকজন শহিদের কবর জিয়ারতের পাশাপাশি বেগম খালেদা জিয়ার ইন্তেকাল উপলক্ষে গণদোয়ায় অংশ নেবেন। একই সঙ্গে গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোও তার দায়িত্বের অংশ।

আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান দেশে ফিরলে যেমন ঢাকায় লাখো মানুষ তাকে সংবর্ধনা দিয়েছিল, তেমনি জেলা সফরেও নেতাকর্মীরা স্বাভাবিকভাবেই উজ্জীবিত হবেন। তবে তিনি জোর দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি এবং ভবিষ্যতেও ফেলবে না।

সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে করার দাবি বিএনপি আগেই জানিয়েছিল। সংসদ সংস্কারের যে বিষয়গুলো নিয়ে গণভোট হচ্ছে, সেগুলো বহু আগের দাবি এবং ২০১৬ ও ২০২৩ সালে ৩১ দফার মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছিল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া বলেও তিনি মন্তব্য করেন।