কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব বহিষ্কার

গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়নকে নৈতিক ষ্খলনজনিত কারণে তার প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এর তথ্য জানানো হয়।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বিষয়টি নিশ্চিত করেছেন, যুবদলের সাবেক কেন্দ্রীয় যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন।
বহিস্কারের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা
চিঠিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরণের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বহিস্কারের চিঠিতে আর কোন কারণ উল্লেখ করা হয়নি। তবে, সোমবার (১৫ সেপ্টম্বর) জুনায়েদ হোসেন লিয়নের একটি মদ্যপানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর এনিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এরই জের ধরে লিয়নকে বহিস্কার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়াও, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জুনায়েদ হোসেন লিয়নের বিরুদ্ধে পরিবহন ব্যবসায় প্রভাব খাটানো, অবৈধ মাটির ব্যবসায় জড়িত থাকাসহ এলাকায় বিভিন্ন অন্যায় ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ উঠে। সম্প্রতি একটি নারী নির্যাতনের ঘটনায় সহযোগিতার অভিযোগে তার বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলাও দায়ের করা হয়েছে। সে উপজেলার তরগাঁও ইউনিয়নের বাসিন্দা। এর আগে সে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।