সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫-এ অংশ নিচ্ছে বাংলাদেশ

জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৩য় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫-এ অংশগ্রহণ করছে বাংলাদেশ।
আরও পড়ুন: জেদ্দায় শুরু হচ্ছে তৃতীয় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো, অংশ নিচ্ছে বাংলাদেশ
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে স্থানীয় এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে কনস্যুলেট কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রবাসীদের সেবা বাড়ানোই প্রধান লক্ষ্য: জেদ্দার নতুন কনসাল জেনারেল সাখাওয়াত হোসাইন
এবারের প্রদর্শনীতে বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার তত্ত্বাবধানে বাংলাদেশের ১২টি স্বনামধন্য কোম্পানি অংশ নিচ্ছে। তারা উদ্ভাবনী টেক্সটাইল, ফ্যাশন, নিটওয়্যার এবং পোশাক অ্যাকসেসরিজ প্রদর্শন করবে।
২৬টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশের মূল লক্ষ্য হলো সৌদি বাজারে পোশাক রপ্তানির সম্ভাবনা আরও বিস্তৃত করা এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করা।
বাংলাদেশের তৈরি পোশাক ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক মূল্য ও মানের কারণে শক্ত অবস্থান তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে এখন বাংলাদেশ কেবল শ্রমনির্ভর দেশ নয়, বরং সম্ভাবনাময় রপ্তানিমুখী দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে।
কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন, “এই প্রদর্শনী বাংলাদেশের পণ্যকে বিশ্ববাজারে উপস্থাপন করবে, যা দেশের গর্ব ও ভাবমূর্তি বাড়াবে।”
কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসাইন বলেন, “এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করবে। প্রতিষ্ঠানগুলো তাদের রপ্তানি সক্ষমতা তুলে ধরবে, নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজবে এবং বাংলাদেশের পরিবেশবান্ধব পোশাককে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করবে।” তিনি সৌদি ব্যবসায়ী ও আমদানিকারকদের বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনের আহ্বান জানান।