মির্জা ফখরুলের সাক্ষাৎকার ঘিরে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার অনুরোধ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫৬ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়ে’ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে কেন্দ্র করে দেশের গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ বা শিরোনাম প্রকাশ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ অনুরোধ জানান। তিনি বলেন, ভারতের দৈনিক ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারের পর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ করছে। বিষয়টি দেখে তিনি মহাসচিবের সঙ্গে যোগাযোগ করেন এবং নিউজের লিংক পাঠান। তখন মহাসচিব স্পষ্ট করে জানান, সাক্ষাৎকারে এ ধরনের কোনো মন্তব্য তিনি করেননি।

আরও পড়ুন: নিউইয়র্ক বিমানবন্দরের ঘটনায় মির্জা ফখরুলের প্রতিক্রিয়া: আওয়ামী লীগের সমালোচনা

শায়রুল কবির খান আরও বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা। তিনি কখনো কোনো অবান্তর মন্তব্য করেন না। কিন্তু সাক্ষাৎকারের অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করা হচ্ছে, যা সঠিক নয়।”

এ পরিস্থিতিতে মহাসচিবের নির্দেশনা অনুযায়ী শায়রুল গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন, ওই সাক্ষাৎকার থেকে কোনো অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম বা সংবাদ প্রকাশ না করতে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আখতার ও তাসনিম জারার ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা