রংপুরে ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:১৬ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের তিন জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি আরও চার জেলার আংশিক যোগাযোগ ব্যাহত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

স্টেশন সূত্রে জানা যায়, লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি পীরগাছা রেলস্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়িয়ে ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং করছিল। পরে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় একটি পয়েন্ট ভেঙে যায়। এতে ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশন থেকে ছাড়ার প্রায় ৩০০ গজ পর ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। যাত্রীদের অনেকেই মালামাল খোয়া যাওয়ার অভিযোগ করেছেন। ট্রেনটিতে দুর্ঘটনার সময় প্রায় দুই হাজার যাত্রী ছিলেন।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

পদ্মরাগ ট্রেনের এক যাত্রী নুরবানু বলেন, “আমি আমার পাশের সিটে ব্যাগ রেখে বাথরুমে যাই। তখনই দুর্ঘটনা ঘটে। পরে এসে দেখি, আমার ব্যাগ নেই।”

পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টায় সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছায়। বিরতির পর যাত্রা শুরুর সময় আউটার সিগনাল এলাকায় লাইন সেপারেটরের প্লেট ভেঙে যায়। এতে ইঞ্জিনের পেছনের তৃতীয় বগি থেকে চারটি বগি এবং আরও দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, “এই দুর্ঘটনার কারণে রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেসসহ দোলনচাঁপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল সম্ভব হবে না।”

এতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পাশাপাশি নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আংশিক যোগাযোগ ব্যাহত রয়েছে। ফলে যাত্রীরা সিডিউল অনুযায়ী গন্তব্যে পৌঁছাতে পারছেন না।