সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ আলে শায়খ ইন্তেকাল করেছেন
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ আর নেই। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সৌদি রাজপরিবার, দেশের জনগণ এবং পুরো মুসলিম বিশ্ব গভীর শোক প্রকাশ করেছে।
সৌদি রাজকীয় আদালতের বরাতে আল-আরাবিয়া জানিয়েছে, মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গ্র্যান্ড মুফতির মৃত্যুতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গভীর শোক প্রকাশ করে তার পরিবার, সৌদি জনগণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮
এক যৌথ বিবৃতিতে তারা বলেন শায়খ আবদুল আজিজ আলে শায়খের ইন্তেকালে সৌদি আরব এবং পুরো মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট আলেমকে হারালো। তিনি ইসলাম ও মুসলমানদের সেবায় আজীবন কাজ করে গেছেন। তার অবদান মুসলিম উম্মাহর স্মরণে চিরকাল অম্লান থাকবে।
আজ রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে ʿআসর নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাদশাহর নির্দেশে মসজিদে হারাম, মসজিদে নববিসহ দেশের সব মসজিদে তার গায়েবানা জানাজার নামাজও আদায় করা হবে।
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
উল্লেখ্য, শায়খ আবদুল আজিজ আলে শায়খ ১৯৮১ সাল থেকে শুরু করে টানা ৩৫ বছর ধরে পবিত্র হজের খুতবা প্রদান করেন। ২০১৬ সালে বার্ধক্যজনিত কারণে তিনি হজ খুতবা থেকে অবসর নেন। দীর্ঘ সময় তিনি সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদে আসীন থেকে ইসলামিক ফিকহ, দাওয়াহ এবং মুসলিম বিশ্বে ইসলামি ভাবমূর্তি তুলে ধরায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।





