ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেন

ছবিঃ সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫-এর কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসুর গঠনতন্ত্রের ৬(এ) অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেনকে কোষাধ্যক্ষ পদে মনোনয়ন দিয়েছেন।
আরও পড়ুন: ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের মতবিনিময়
উল্লেখ্য, ডাকসুর কার্যক্রম নির্বিঘ্ন করতে কোষাধ্যক্ষ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তিনি ছাত্র সংসদের আর্থিক কার্যক্রম ও বাজেট ব্যবস্থাপনার সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন।