সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এটিইউ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:২৪ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। রাজধানীর দক্ষিণখান, আশুলিয়া ও গাজীপুরে পৃথক অভিযান পরিচালনা করে গতকাল তারা গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোকছেদুর রহমান মোকছেদুল (৫৫), এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো. মজিবুল ইসলাম মইজ্জা (৪০) এবং ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো. আমিনুর রহমান (৩৫)।

আরও পড়ুন: সরকার উৎপাতে ষড়যন্ত্রে দুই মার্কিন নাগরিক ৫ দিনের রিমান্ডে

মঙ্গলবার অ্যান্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং-এর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, সোমবার ভোরে দক্ষিণখান ফায়েদাবাদ চৌরাস্তা সংলগ্ন এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোকছেদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

সদ্য সকালেই আশুলিয়ায় অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং ১ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত মজিবুল ইসলাম মইজ্জাকে গ্রেপ্তার করা হয়। আর সোমবার দিবাগত রাতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চৌরাস্তা সংলগ্ন এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আমিনুর রহমানকে আটক করা হয়।

আরও পড়ুন: নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে মামলা

এটিইউ বলেছে, গ্রেপ্তারকৃতরা আদালতের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় আইনানুগ ব্যবস্থা শেষে কারাগারে প্রেরণ করা হবে।