জুলাই বিপ্লব পরবর্তীতে র‌্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:১৯ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৪ সালের জুলাই বিপ্লব পরবর্তীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, জুলাই বিপ্লব পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনামলে র‌্যাবের কিছুটা দুর্নাম থাকলেও বিপ্লবের পর র‌্যাব তার কার্যক্রমের মাধ্যমে জনগণের সুনাম ও প্রশংসা অর্জন করেছে।

উপদেষ্টা আজ বিকেলে রাজধানীর উত্তরায় র‌্যাব হেডকোয়ার্টারে অনুষ্ঠিত র‌্যাব অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

আরও পড়ুন: টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা

তিনি বলেন, “র‌্যাবকে অতীত ভুলে নতুন উদ্যমে কাজ করতে হবে। সাম্প্রতিক সময়ে মাদক দমন ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে র‌্যাবের ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয়। আমরা মাদকের বাহকদের ধরে ফেলছি, কিন্তু গডফাদাররা এখনও ধরাছোঁয়ার বাইরে। তাই তাদের আটক করতেও র‌্যাবকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

উপদেষ্টা আরও জানান, গতবছর দুর্গাপূজার সময় র‌্যাব সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ বছর পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে, তাই আরও সচেষ্ট ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি পূজামণ্ডপে টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশও দেন।

আরও পড়ুন: ৩৯ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি

জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃকোন্দল ও সহিংসতা বাড়তে পারে। পতিত স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। তাই র‌্যাবসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ ও সতর্ক থাকতে হবে। মারণাস্ত্র ব্যবহারের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।”

পরে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেন, দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের শঙ্কা নেই এবং গতবারের চেয়েও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হবে। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী যথাসাধ্য চেষ্টা করছে এবং পাঁচ দিন ধরে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। প্রতিটি পূজামণ্ডপে সাত জন লোক দায়িত্ব পালন করবে এবং তারা যথাযথভাবে দায়িত্ব পালন করলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।

সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বিপিএম, পিপিএম, এনডিসি, এবং সকল ব্যাটালিয়নের অধিনায়কগণ।