নরসিংদীর চরাঞ্চলে এবার দুর্বৃত্তদের গুলিতে গৃহবধূর মৃত্যু

নরসিংদীর সদর উপজেলার দূর্গম চরাঞ্চল আলোকবালিতে গত ২৪ ঘন্টায় গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার পর একই ইউনিয়নে আজ দুপুরে দুর্বৃত্তদের গুলিতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের সময় বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নিহত ফেরদৌসী বেগম (৩৫) বীরগাঁও গ্রামের রয়েস আলীর স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য ছামাল জানান, ঘটনা যখন ঘটে তখন সবাই জুম্মার নামাজে ব্যস্ত ছিল। কি কারণে এই হত্যাকাণ্ড তা বলা যাচ্ছে না। তবে গতকালের ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। তিনি আরও জানান, নিহতের স্বামী একজন নিরীহ। পেশায় তিনি একজন মাঝি। সে কোনো দলের সাথে সম্পৃক্ত নয়।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “ঘটনার পরপরই ঘটনাস্থলে আসি। গুলিবিদ্ধ হয়ে ভিকটিম মারা গেছে। কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে এখনও বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে জানতে পারলাম, নিহতের স্বামী কোনো দল বা পক্ষের লোক সমর্থক নয়। তদন্তের মাধ্যমে আসল ঘটনা বের হয়ে আসবে। পুলিশের পক্ষ থেকে আমরা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার কাজ করছি।”
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা
উল্লেখ, গত বৃহস্পতিবার আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে যমুনা টিভির সাংবাদিককেও তারা পিটিয়ে গুরুত্বর আহত করে।