কাজ দিয়েই মূল্যায়ন করবেন, প্রচারণায় নয়: আসিফ নজরুল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৯ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চ নাটকের অভিনেতা নই যে তাৎক্ষণিকভাবে যা করছি তা দেখাতে পারব। আমি কী করছি, তা আপনারা আমার কাজের মধ্য দিয়েই দেখতে পারবেন।”

বুধবার বিকেলে সিলেটের উপকণ্ঠে গ্র্যান্ড সিলেট হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ‘মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭টি মানিলন্ডারিং মামলার অভিযোগপত্র দাখিল শিগগিরই

এই কার্যক্রমের আওতায় পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, অগ্রক্রয়, বণ্টন, যৌতুকসহ মোট আটটি বিষয়ে মামলা করার আগে মধ্যস্থতার চেষ্টা করতে হবে।

ড. আসিফ নজরুল জানান, সরকার যে আইনি পরিবর্তন এনেছে তা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব। পরবর্তী সরকারগুলো এই উদ্যোগ অব্যাহত রাখলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: আগামী বছর ঈদুল ফিতরের ছুটি যতদিন

তিনি বলেন, “মধ্যস্থতার মাধ্যমে বিরোধ দ্রুত, স্বল্প খরচে এবং কম সময়ে মীমাংসা করা সম্ভব হবে। এতে মামলার সংখ্যা কমবে এবং মানুষ দ্রুত সমাধান পাবে।”

প্রথম ধাপে আগামীকাল (১৮ সেপ্টেম্বর) থেকে ১২টি জেলায় এ কার্যক্রম শুরু হচ্ছে। জেলাগুলো হলো— সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটি।

বিচার বিভাগের কর্মকর্তারা মনে করছেন, নতুন এই উদ্যোগ আদালতের মামলার চাপ কমাবে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়তা করবে। সাধারণ মানুষের প্রত্যাশা, মামলার দীর্ঘসূত্রিতা, খরচ ও জটিলতা থেকে মুক্তি পেতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞরা বলছেন, ধাপে ধাপে সারাদেশে কার্যক্রমটি চালু হলে বিচার ব্যবস্থায় এটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে গণ্য হবে।