জাতিসংঘে গাজায় ক্ষুধার্তদের ছবি প্রদর্শন করলেন এরদোয়ান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:৪৪ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘ আয়োজিত ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন’ বিষয়ক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

 সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি গাজায় ক্ষুধার্ত মানুষের একটি ছবি প্রদর্শন করেন।

আরও পড়ুন: সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে ভয়াবহ ক্ষয়ক্ষতি, নিহত ১৪

ভাষণে এরদোয়ান বলেন, “গাজায় যে গণহত্যা চলছে, যেখানে ৬৫ হাজারেরও বেশি মানুষের প্রাণ গেছে, তা নির্মমভাবে অব্যাহত আছে। যার সামান্য বিবেকও আছে, সে এ হত্যাযজ্ঞ মেনে নিতে পারে না এবং চুপ করে থাকতে পারে না।”

তিনি অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা, মানবিক সহায়তা নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিতকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানান।

আরও পড়ুন: জাতিসংঘে ট্রাম্পের অভিযোগ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘অর্থদাতা’ ভারত ও চীন

এরদোয়ান আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপগুলো ফিলিস্তিন প্রশ্নে দুই-রাষ্ট্র সমাধানের বাস্তবায়নকে ত্বরান্বিত করবে। ফ্রান্সসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে— এ সিদ্ধান্তকে তিনি “অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ” হিসেবে আখ্যায়িত করেন।

মঙ্গলবার তিনি জাতিসংঘের উচ্চপর্যায়ের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সেখানে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তা, বৈশ্বিক শাসন কাঠামো এবং তুরস্কের অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন।

জাতিসংঘের প্রথা অনুযায়ী, ব্রাজিল প্রথম বক্তা এবং যুক্তরাষ্ট্র দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবে। এদিন চতুর্থ বক্তা হিসেবে মঞ্চে উঠবেন প্রেসিডেন্ট এরদোয়ান।

নিউইয়র্কে রওনা হওয়ার আগে তিনি বলেছিলেন, “এ বছরের সাধারণ পরিষদের বিশেষ দিক হলো— অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবে। আমরা আশা করি, এসব সিদ্ধান্ত দুই-রাষ্ট্র সমাধানে নতুন গতি আনবে।”