জাতিসংঘে ট্রাম্পের অভিযোগ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘অর্থদাতা’ ভারত ও চীন

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:৩৭ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:১৪ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, “চীন ও ভারত রাশিয়ার তেল ক্রয় অব্যাহত রেখে চলমান যুদ্ধের প্রধান অর্থদাতা। এটি সম্পূর্ণ অমার্জনীয়। ন্যাটো দেশগুলিও রাশিয়ার জ্বালানি ও পণ্য আমদানি পুরোপুরি বন্ধ করতে পারেনি। এর মাধ্যমে তারা নিজেদের বিপক্ষেই যুদ্ধকে অর্থায়ন করছে।”

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “যদি রাশিয়া শান্তিচুক্তিতে রাজি না হয়, তবে ওয়াশিংটন কঠোর শুল্ক আরোপের জন্য প্রস্তুত। এতে খুব দ্রুত যুদ্ধের রক্তপাত বন্ধ হবে বলে আমি বিশ্বাস করি।” একইসঙ্গে ইউরোপীয় দেশগুলোকে এ পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: জাতিসংঘে গাজায় ক্ষুধার্তদের ছবি প্রদর্শন করলেন এরদোয়ান

নিজ দেশের শক্তি ও স্থিতিশীলতার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “এক বছর আগে আমরা গভীর সংকটে ছিলাম, কিন্তু আজ আমেরিকা সবচেয়ে শক্তিশালী দেশ—অর্থনীতি, সীমান্ত, সামরিক বাহিনী, বন্ধুত্ব ও চেতনার দিক থেকে। শেয়ার বাজার শক্তিশালীভাবে চলছে, মজুরি বাড়ছে এবং অবৈধ অভিবাসন কার্যত শূন্য।”

বিশ্বব্যাপী সংঘাত প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, তার নেতৃত্বে ইসরায়েল-ইরান, পাকিস্তান-ভারত, রুয়ান্ডা-কঙ্গো, থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, মিশর-ইথিওপিয়া এবং সার্বিয়া-কসোভোর মতো সাতটি বড় সংঘাতের অবসান ঘটেছে। তার ভাষায়, “অন্য কোনো রাষ্ট্রপতি এ ধরনের সাফল্যের কাছাকাছি আসতেও পারেননি।”

আরও পড়ুন: সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে ভয়াবহ ক্ষয়ক্ষতি, নিহত ১৪