আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা বড় চ্যালেঞ্জ: সিইসি
দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি বলেন, “যখন একটা দেশে রাষ্ট্র, সরকার ও দল এক হয়ে যায়; তখন সবকিছু একসঙ্গে ধসে পড়ে। নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসা এখন একটি বড় চ্যালেঞ্জ।”
তিনি আরও বলেন, দেশের বর্তমান অবস্থা সত্ত্বেও নির্বাচনের সময় ঘনিয়ে আসলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যায়। আগামী নির্বাচনে অনিয়মে জড়িতদের বাদ দিয়ে নতুন লোক নিয়োগ দেওয়া হবে। জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নেই কাজ করছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: যমুনার আশপাশে এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে নাশকতার পরিকল্পনা ফাঁস
গত নির্বাচনে সমস্যার সৃষ্টি করা প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশন কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়; বরং ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে।





