কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে বিগত আওয়ামী ফ্যাসিবাদের পতনের ছাত্র-জনতার আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে এবং শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের অংশগ্রহণে প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সদর রোড প্রদক্ষিণ করে। পরে কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সহসভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক শফিকুল আলম সবুজ, আবু সাঈদ, খোরশেদ আলম, হাজী সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, সাইদুর রহমান রনি, তৌহিদুল ইসলাম মিন্টু, হাবিবুর রহমান শিপন প্রমুখ।
আরও পড়ুন: জনকণ্ঠের সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহারের দাবি বিএফইউজে ও ডিইউজের
জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের উপদেষ্টা নজরুল ইসলাম মাস্টার।