তুহিন হত্যার বিচারের দাবিতে নবীনগরে সাংবাদিকদের মানববন্ধন

Sadek Ali
ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:৩২ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের নেতৃত্বে গাজীপুরের নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইনকিলাব এর সাংবাদিক মোহাম্মদ হোসেন শান্তি।  বক্তব্য রাখেন, সাংবাদিক মাহাবুব আলম লিটন দৈনিক সমকাল, মো: জালাল উদ্দিন মনির দৈনিক আমার দেশ, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল দৈনিক মানবজীবন, মোঃ  তাজুল ইসলাম চৌধুরী দৈনিক ঢাকা, আসাদুজ্জামান কল্লোল দৈনিক সংবাদ, সাইদুল আলম সোরাফ দৈনিক আজকের পত্রিকা, শাহনূর খান আলমগীর দৈনিক কালবেলা, পিয়াল হাসান রিয়াজ বাংলা টিভি ,জামাল হোসেন পান্না দৈনিক বাংলা, মিঠু সুত্রধর পলাশ দৈনিক মানবকন্ঠ, এম কে জসিম উদ্দিন দৈনিক আমার বার্তা, কাউছার আলম এনটিভি, শাহিন রেজা টিটু দৈনিক যায় যায় কাল, আবু কাউছার আনন্দ টিভি,  শফিকুল ইসলাম শরিফ দৈনিক সরেজমিন , জহিরুল ইসলাম দৈনিক আলোকিত সকাল, আনোয়ার হোসেন দৈনিক সময়ের কাগজ , খলিলুর রহমান দৈনিক  মাতৃভূমির খবর, হুমায়ন কবির দৈনিক লাখো কন্ঠসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপজেলা সকল ক্লাবের সদস্যবৃন্দ । 

আরও পড়ুন: ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেটসহ আটক ৩

বক্তারা বলেন, তুহিন ছিলেন একজন সৎ ও সত্যনিষ্ঠ সংবাদকর্মী, যিনি দীর্ঘদিন নানা চাপ ও হুমকি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গেছেন। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, যা মুক্ত সাংবাদিকতার ওপর এক নির্মম আঘাত। তারা এ যাবতকালের যে সকল সাংবাদিকরা নৃশংস হত্যাকান্ডের শিকার হয়েছে তাদের সুষ্ঠু বিচারসহ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান।