নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে কীটনাশক সেফটি কিট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ফ্ল্যাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি প্রজেক্টের আওতায় ২১টি ইউনিয়নের ১৫৩টি কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কীটনাশক সেফটি কিট বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রতিটি সেফটি কিটে ছিল একটি ন্যাপস্যাক স্প্রেয়ার, এক জোড়া গাম বুট, এক জোড়া গ্লাভস এবং একটি মাস্ক।
আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বিএমএসএফের মানববন্ধন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজন মিয়া এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি হোসেন মোহাম্মদ শান্তি।
আরও পড়ুন: টঙ্গীতে ভ্রমণব্যাগে পলিথিনে মোড়ানো আট খন্ড লাশের পরিচয় মিলেছে
বক্তারা বলেন, কীটনাশক প্রয়োগে সচেতনতা বাড়াতে ও কৃষকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই সেফটি কিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপদ কৃষিচর্চায় এটি একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।