রূপগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। শুক্রবার সকালে রূপগঞ্জ থানা ভবনের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিকুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শূরা সদস্য অ্যাডভোকেট ইস্রাফিল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্যরা।
আরও পড়ুন: পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি বগুড়ায় আটক
সভায় রূপগঞ্জের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং নির্মূলে প্রয়োজনীয় করণীয় বিষয়ে উপস্থিত জনসাধারণের মতামত নেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার ইশরাত জাহান এসব তথ্য তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।