সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভাই আটক

Sanchoy Biswas
মো. মোতালেব হোসেন, সিংড়া (নাটোর)
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৫৯ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আসান বাড়ি এলাকার হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬)। তারা সম্পর্কে আপন দুই ভাই।

বুধবার (৬ আগস্ট) বিকেলে সিংড়া পৌর শহরের খাদ্য গোডাউন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

সিংড়া থানার (ওসি) রফিকুল ইসলাম জানান , আটককৃতরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে খাদ্য গোডাউনের কর্মকর্তাদের টাকা আদায়ের চেষ্টা করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে কিছু মেয়াদোত্তীর্ণ ভুয়া আইডি কার্ড এবং ওয়াকি টকির মতো দেখতে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন: ছুরিকাঘাতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, আটক ১

এই ঘটনায় খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।