তারেক রহমানের সংবর্ধনায় আগতদের আপ্যায়ন করবে গাজীপুর বিএনপি: এম মঞ্জুরুল করিম রনি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের আপ্যায়নের দায়িত্ব নেবে গাজীপুর বিএনপি—এমন ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
এম মঞ্জুরুল করিম রনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তাকে এক নজর দেখতে সারা দেশের মানুষের মতো গাজীপুরবাসীও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী ২৫ ডিসেম্বর সেই অপেক্ষার অবসান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: তারেক রহমান দেশে ফেরার পরের যেসব কর্মসূচি নির্ধারিত হয়েছে
তিনি বলেন, তারেক রহমানের আগমনকে স্মরণীয় করে রাখতে সারা দেশজুড়েই বিএনপির ব্যাপক প্রস্তুতি রয়েছে। ঢাকার পার্শ্ববর্তী জেলা হওয়ায় গাজীপুরের দায়িত্ব তুলনামূলক বেশি। বৃহত্তর গাজীপুর থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে দলটি প্রত্যাশা করছে।
রনি জানান, গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকদিন আগেই প্রস্তুতি শুরু হয়েছে। ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চ পরিদর্শন করা হয়েছে এবং গাজীপুর থেকে আগত নেতাকর্মীরা কোথায় অবস্থান করবেন, তা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: শরিকদের সঙ্গে বিএনপির সমঝোতা, মান্না-সাকি-নুররা কে কোন আসনে
তিনি আরও বলেন, সারা দেশ থেকে লক্ষাধিক মানুষ ঢাকায় আসবেন বলে আগেভাগেই পরিকল্পনা নেওয়া হয়েছে। গাজীপুরের অধিকাংশ নেতাকর্মী যেন ২৪ ডিসেম্বর রাতেই ঢাকায় এসে অবস্থান করতে পারেন, সে জন্য খাবার, পানি ও বিশ্রামের সুব্যবস্থা করা হয়েছে। ৩০০ ফিট এলাকার কাছেই এসব আয়োজন করা হয়েছে।
তারেক রহমানের আগমন উপলক্ষে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে রনি বলেন, তিনি বর্তমানে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তার দেশে ফেরার মধ্য দিয়ে চলমান রাজনৈতিক সংকট কেটে যাবে বলে জনগণ আশাবাদী।
গাজীপুর থেকে ঢাকায় আসার জন্য বাস ও ট্রাকের পাশাপাশি দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি। ট্রেন দুটি জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত যাবে—একটি সকাল সাড়ে ৭টায় এবং আরেকটি সকাল ১০টা ২০ মিনিটে।
এ ছাড়া উত্তরাঞ্চল থেকে আগত নেতাকর্মীদের জন্য টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠসংলগ্ন এলাকায় একটি অভ্যর্থনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে পানি ও শুকনা খাবারের ব্যবস্থা থাকবে, যাতে দূরপাল্লার যাত্রীরা বিশ্রাম নিতে পারেন।
গাজীপুর-২ আসনে বিএনপির মনোয়ন প্রসঙ্গে রনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গাজীপুরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, গাজীপুর-২ আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারবে বিএনপি।





