সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকের মামলা

গাজীপুর সিটি করপোরেশনের সরকারি উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে ভুয়া টেন্ডার ও নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩ আগস্ট) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ মামলায় সহ-আসামি করা হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকেও।
আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করলেন স্বাধীন
মামলার এজাহারে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম ও গোলাম কিবরিয়া একে অপরের সঙ্গে যোগসাজশ করে ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন, যা পরবর্তীতে বিদেশে পাচার করা হয়েছে।
এই ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানায় দুদক। দুদক বলছে, অনুসন্ধানে প্রাথমিকভাবে দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ায় মামলাটি দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: রংধনু গ্রুপের মালিক আন্ডা রফিকের ৮৭৮ কোটি টাকা পাচারে মামলা ও সম্পত্তি ক্রোক
সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এর আগেও বিভিন্ন বিতর্ক ও বরখাস্তের ঘটনায় আলোচনায় ছিলেন। এবার এই দুর্নীতির অভিযোগ তাকে আরও বড় সংকটে ফেলল বলে মনে করছেন বিশ্লেষকেরা।