বেড়াতে গিয়ে তিন বান্ধবীর একজন ধর্ষণের শিকার, মামলায় অভিযুক্ত ৪ যুবক
বাগেরহাটের মোল্লাহাটে বেড়াতে গিয়ে তিন বান্ধবী শ্লীলতাহানির শিকার এবং তাদের মধ্যে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার যুবকের বিরুদ্ধে মোল্লাহাট থানায় মামলা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজপাট গ্রামে। পরদিন রোববার (২৩ নভেম্বর) তিন বান্ধবীর একজন মোল্লাহাট থানায় চার যুবককে আসামি করে ধর্ষণ ও যৌন নির্যাতনের মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে খুলনা থেকে এক তরুণী দুই বান্ধবীকে নিয়ে মোল্লাহাটের রাজপাট গ্রামে ফুফুর বাড়ি বেড়াতে যান। কিছুক্ষণ পর তিনজনই ব্যাগ রেখে গ্রামের ভেতরে হাঁটতে বের হন।
হাঁটতে হাঁটতে সন্ধ্যা ৬টার দিকে তারা নাশুখালী গ্রামের মজিবর রহমানের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় উঠে যান।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
এ সময় সেখানে উপস্থিত চার যুবক তাদের পরিচয় জানতে চান। তিন বান্ধবী নিজেদের পরিচয় এবং বেড়াতে আসার কথা জানালে যুবকরা কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চার যুবক জোরপূর্বক তাদের শ্লীলতাহানি শুরু করেন।
একপর্যায়ে এক তরুণী সুযোগ পেয়ে নিচে নেমে চিৎকার শুরু করলে অন্য দুজনের মুখ চেপে ধরে ভবন থেকে নামিয়ে কিছু দূরে একটি মৎস্য ঘেরে নিয়ে যান। সেখানে ঘেরের একটি ঘরে নিয়ে তাদের মধ্যে একজনকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে মৎস্য ঘেরের একটি ঘর থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত চার যুবক পালিয়ে যায়।
পরে রোববার তিন বান্ধবীর মধ্যে এক তরুণী (ভিকটিম) চার যুবকের বিরুদ্ধে মোল্লাহাট থানায় ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক বলেন, তিন বান্ধবীকে নির্যাতন ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।





