বেবিচকে বোর্ডিং ব্রিজ অপারেশন কোর্সের (ব্যাচ–০২) সমাপনী ও সনদ বিতরণ
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)–এর উদ্যোগে সিভিল এভিয়েশন একাডেমিতে বোর্ডিং ব্রিজ অপারেশন কোর্স (ব্যাচ–০২)–এর সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কোর্সটি সফলভাবে সম্পন্ন করা ১০ জন অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয়। তারা দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ অপারেটর হিসেবে কর্মরত।
১০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বোর্ডিং ব্রিজ পরিচালনার দক্ষতা, নিরাপদ অপারেশন এবং আন্তর্জাতিক বিমানবন্দরসুলভ যাত্রীসেবা নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্তৃপক্ষের মতে, বিমান ও যাত্রীর সংযোগ তৈরি করা এই বোর্ডিং ব্রিজের সঠিক ও নিরাপদ ব্যবস্থাপনা বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা, সময়ানুবর্তিতা ও সেবার মান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুন: বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন
সনদ বিতরণী অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, “Boarding Bridge Operation Course বিমানবন্দরের নির্বিঘ্ন যাত্রীসেবা নিশ্চিত করার একটি অপরিহার্য প্রশিক্ষণ। আন্তর্জাতিক মান বজায় রেখে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে হলে অপারেটরদের প্রযুক্তিগত দক্ষতা ও পরিস্থিতি মূল্যায়নের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোর্স সেই দক্ষতা অর্জনে সহায়তা করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) চঃদাঃ জনাব শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী (ই/এম) চঃদাঃ জনাব জাহাঙ্গীর আরিফ এবং নির্বাহী প্রকৌশলী (ই/এম) চঃদাঃ জনাব মোঃ খোরশেদুল ইসলাম।
আরও পড়ুন: রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের





