রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় দিনব্যাপী অ্যালামনাই মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাংগঠনিক সম্পাদক ও নাগরিক টেলিভিশনের এডিটর (প্ল্যানিং) এরফানুল হক নাহিদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য অধ্যাপক ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সনক দ্রাবিড় ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সম্মাননা গ্রহণ করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দিপু সিদ্দিকী, হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপারসন আমিনুল আশরাফ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন মুরাদ হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি হল পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মশিউর রহমান। দিনব্যাপী আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলনমেলার এই উচ্ছ্বাসমুখর পরিবেশে শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।