নরসিংদীতে পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার, আটক ৩
নরসিংদীর বেলাবতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিল সহ তিন মাদক কারবারিকে আটক করেছে বেলাব থানা পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, রাজশাহী জেলার চন্দ্রিমা থানার আসাম কলোনী এলাকার আব্দুল মালেকের ছেলে ইমান আলী (২৭), মুন্সিগঞ্জের গজারিয়া থানার বাউশিয়া গ্রামের হক মিয়ার ছেলে রফিক মিয়া (৪০) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ঝাউচর গ্রামের মৃত জজ মিয়ার ছেলে মোঃ শাকিল (২২)। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বেলাব থানা পুলিশের একটি দল গত ২১ নভেম্বর (শুক্রবার) সকাল পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ডের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফুটপাতের উপর অভিযান চালিয়ে মাদক কারবারি ইমান আলী (২৭) নামে একব্যক্তিকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
একই দিনে সন্ধ্যা ৭ টার দিকে অপর আরেক অভিযানে পুলিশের অপর আরেকটি দল একই উপজেলার দড়িকান্দি বাসষ্ট্যান্ডে অভিযান চালিয়ে মাদক কারবারি রফিক ও শাকিলকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ভারতীয় তৈরি ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে বেলাব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।





