লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঋণ জালিয়াতির অভিযোগের অনুসন্ধান চলাকালে লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকরামুল হক, কোম্পানির চেয়ারম্যান ও তার স্ত্রী শামীমা নার্গিস হক, এবং তাদের দুই মেয়ে ও কোম্পানির পরিচালক মুহসিনিনা তৌফিকা ইকরাম ও মুহসিনিনা সারিকা ইকরাম—এই চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান সীমান্ত ব্যাংকের ঋণ পরিশোধ না করার অভিযোগে অভিযুক্তদের বিদেশগমন নিষিদ্ধ করার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, চলমান অনুসন্ধানে দুদক জানতে পারে অভিযুক্তরা যেকোনো সময় দেশত্যাগের চেষ্টা করতে পারেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশে যাওয়া বন্ধ করা প্রয়োজন।

আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ