মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:১৭ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক আলী রীয়াজকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করা হচ্ছে। গত মঙ্গলবার থেকে জনৈকা অতন্দ্রানু রিপা এই ধরনের ভিডিও শেয়ার করে অধ্যাপক আলী রীয়াজের চরিত্রহননের চেষ্টা করছেন। সরকার বিষয়টির দিকে নজর রাখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করছে।

অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, তিনি এ ভিডিও প্রচারকারী ব্যক্তিকে চেনেন না এবং তার সঙ্গে কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই। তিনি আরও বলেন, এই ধরনের মিথ্যা বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে।

আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক

তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন, অবিলম্বে এসব ভিডিও প্রচার বন্ধ করুন। অন্যথায়, মানহানিকর ও চরিত্রহননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।