আইজিপি বাহারুল আলম ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম, বিপিএম, ইন্টারপোলের ৯৩তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য আজ রোববার (২৩ নভেম্বর) সকালে মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
মরক্কোর মারাকেশে ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ইন্টারপোলের সদস্যভুক্ত বিশ্বের ১৯৬ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: ‘গোয়েন্দা টিম গঠন করেন, লোক সাপ্লাই দেব’ ওসিকে জামায়াতের প্রার্থীর মন্তব্যে বিতর্ক
আইজিপি এই সম্মেলনে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং তথ্য আদান–প্রদান, যৌথ কার্যক্রম, সক্ষমতা উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় করবেন।
ইন্টারপোলের সাধারণ অধিবেশন বৈশ্বিক পরিসরে পুলিশি সহযোগিতার সর্ববৃহৎ আয়োজন। এতে সন্ত্রাসবাদ প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, মানবপাচার, সংঘবদ্ধ ও সীমান্তপারের অপরাধ, পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সমন্বয়সহ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বার্ষিক সম্মেলনে সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিরা সংস্থাটির নীতি, কার্যপদ্ধতি, বাজেট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করেন।
আইজিপির এবারের সাধারণ অধিবেশনে সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি, বহুপাক্ষিক সহযোগিতা এবং বৈশ্বিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
আইজিপি সম্মেলন শেষে আগামী ৩০ নভেম্বর দেশে ফিরবেন।





