ঢাবি–পূবালী ব্যাংক সমঝোতা স্মারক সই: আরও শক্তিশালী হবে প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কিং
ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূবালী ব্যাংক পিএলসি’র মধ্যে Co-Branded Card চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই চুক্তিতে সই করেন।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি হল পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা
বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পূবালী ব্যাংকের পক্ষে ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব কার্ড বিজনেস এন. এম. ফিরোজ আলম। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাংকের বিশেষায়িত কার্ডসেবা গ্রহণের সুযোগ পাবেন।
আরও পড়ুন: দাবি আদায়ে শিক্ষকদের আল্টিমেটাম: আজ থেকে লাগাতার কর্মবিরতি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, জগন্নাথ হলের প্রভোস্ট দেবাশীষ পালসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “বিশ্ববিদ্যালয় ও সমাজের পারস্পরিক সম্পর্ক যত সুদৃঢ় হয়, প্রতিষ্ঠান তত শক্তিশালী হয়।” তিনি পূবালী ব্যাংকের পেশাগত সততা, প্রযুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গি এবং সমাজে অর্জিত আস্থা প্রশংসা করে বলেন, কমিউনিটি-ভিত্তিক প্রতিষ্ঠানের সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।
তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ডিজিটাল সেবা সম্প্রসারণ, সক্ষমতা উন্নয়ন এবং শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে যৌথ কর্মসূচি গ্রহণে দু’পক্ষের সহযোগিতা আরও গভীর হবে।





