ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন
ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাসে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কের পাশে আগুনটি লাগে।
আরও পড়ুন: নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত
ধামরাই ফায়ার সার্ভিসের সাব অফিসার শামসুল হক জানান, বাসটি সড়কের পাশে রেখে চালক চলে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা বাস থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান। পরে তারা এবং চালক মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গেলেও পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে বাসটির প্রায় ২–৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: সীমান্তে গুলিবর্ষণে শিশুর মৃত্যু, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
বাসচালক দাবি করেছেন, অজ্ঞাত দুর্বৃত্তরা ইচ্ছাকৃতভাবে আগুন দিতে পারে। তবে ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।





